রাজশাহীতে ১১৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইয়াবাসহ গ্রেপ্তার শারমিন
রাজশাহীতে ১১৪০ পিস ইয়াবাসহ একজন নারীকে গ্রেপ্তার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব -৫) এর একটি দল।
সোমবার (৫ মে) রাত ৮ টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের যাত্রীদের বিশ্রামাগার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারীর নাম শারমিন (৩১)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শারমিনকে গ্রেপ্তার করা হয়।
শারমিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শারমিনের বিরুদ্ধে সিরাজগঞ্জ এর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ২০১২ সালের ৩ মার্চ একটি মামলা বিচরাধীন আছে। তার কাছে থেকে একটি ফোন এবং দুইটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
ঢাকা/কেয়া/এস