ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন বিএনপি নেতা 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ৬ মে ২০২৫   আপডেট: ২০:২২, ৬ মে ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন বিএনপি নেতা 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। 

মঙ্গলবার দুপুরে তিনি বরিশালের চরমোনাই ইউনিয়নের ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার দলে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেডএম কাওসার। 

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে-বিপক্ষে মতামত ব্যক্ত করছেন সাধারণ মানুষ। দলবদল ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০০৮ সালে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে তিনি উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ২ নাম্বার সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

অ্যাডভোকেট জেডএম কাওসার বলেন, ‘‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফজলুল করিমের হাতে হাত রেখে মো. মোস্তাফিজুর  রহমান যোগদান করেছেন। ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ইসলামের পক্ষে কাজ করার লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।’’

মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ ইসলামী আন্দোলন সঠিক রাজনীতি করছে। জীবনের শেষ বয়সে মানুষের জন্য যাতে কিছু করে যেতে পারি এজন্য আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।’’

এ সময় তিনি ইসলামী আন্দোলনের প্রার্থী হয়ে পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ইচ্ছে ব্যক্ত করেন। 

ইমরান//

সর্বশেষ

পাঠকপ্রিয়