আশুলিয়ায় ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রুবেল মন্ডল
সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এলাকাবাসীর ভাষ্য, আজ সকালেও রুবেলকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে, দুপুরে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত রুবেল একই গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ভাই।
পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পাড়াগ্রামের দেউন এলাকার একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের মরদেহ দেখতে পান এলাকাবাসী। তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী জানান, রুবেল মন্ডলকে সকালেও এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন তারা। দুপুরে তার মরদেহদেহ পাওয়া যায়।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ এবং ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”
ঢাকা/সাব্বির/মাসুদ