লোহাগড়ায় চাচাতো ভাইয়ের হাতে কৃষক খুন
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের মারধরে সৈয়দ টোকন আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন।
বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
নিহতের স্বজনেরা অভিযোগ করেন, বুধবার বিকেলে তুচ্ছ ঘটনার জেরে টোকন আলীর স্ত্রীর সঙ্গে তার চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলীর ছেলের কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় সৈয়দ ফেরদৌস আলীর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় সৈয়দ টোকন আলী, তার ছেলে সৈয়দ রুবেল আলী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় টোকন আলীকে রাতেই ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শরিফুল/রাজীব