ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোস্ট গার্ডের অভিযানে সোয়া ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৮ মে ২০২৫  
কোস্ট গার্ডের অভিযানে সোয়া ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযানে সোয়া ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। তবে পাচারকারী কেউ আটক হয়নি।  

বৃহস্পতিবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের কোস্ট গার্ড স্টেশনের একটি দল হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে যেতে দেখে ধাওয়া করলে তারা বস্তা ফেলে পাশের পানের বরজের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া দুটি বস্তা তল্লাশি করে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের দাম ১৬ কোটি টাকা। 

ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়