মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৪৮, ৮ মে ২০২৫
আপডেট: ১৯:২৫, ৮ মে ২০২৫
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার গোড়াই মিলগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিন জন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়েছেন। এ ঘটনায় পরববর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/কাওসার/রাজীব