গোপালগঞ্জে গাছে পিকআপের ধাক্কা, নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছে। এতে একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার মা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক লাবলু, ঢাকার দোহার এলাকার বাসিন্দা তানভীর ও বরিশালের উজিরপুর উপজেলার নাজমুল। নিহত ও আহতরা সবাই পিকআপ ভ্যানের আরোহী।
ওসি মো. রকিবুজ্জামান জানান, মুরগি বোঝাই করে পিকআপ ভ্যান ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার মা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে সাজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। অপর দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরেক জন মারা যায়।
গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/বাদল/বকুল