ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৯ মে ২০২৫   আপডেট: ১৬:০০, ৯ মে ২০২৫
টাঙ্গাইলে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

শুক্রবার ভোরে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া ছয়আনীপাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে ও কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাহাদুর, বাসাইল পৌরসভার বর্নিকিশোরী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তায়েবুর রহমান ওরফে তুলা মিয়া এবং উপজেলার পূর্বপৌলীর বিলপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ও কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ মিয়া।

আরো পড়ুন:

পুলিশ জানায়, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, “টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়