ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পথ ভুলে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৯ মে ২০২৫   আপডেট: ১৮:৪২, ৯ মে ২০২৫
পথ ভুলে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

ফাইল ফটো

বাগেরহাটের শরণখোলায় পথ ভুলে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন বকুলতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির পাশে হরিণটি দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। পরে তারা হরিণটি ধরে বন বিভাগের উদ্ধারকারী দল ‘ওয়াইল্ড টিমকে’ খবর দেন।

ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত হরিণটির ওজন প্রায় ৩০ কেজি।’’

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ‘‘পথ ভুলে লোকালয়ে চলে আসা হরিণটিকে ওয়াইল্ড টিম ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়