ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ. লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৯ মে ২০২৫  
আ. লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র-জনতা।

শুক্রবার (৯ মে) দুপুরে এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরো পড়ুন:

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যান ব্যান’ সহ নানা স্লোগান দেন। 

বক্তারা বলেন, এই বাংলায় আওয়ামী লীগের ঠাঁই হবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন দীর্ঘ ১৬ বছর ছাত্র-জনতার ওপরে অন্যায় অত্যাচার করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগের এই বাংলায় থাকার অধিকার শেষ হয়ে গেছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

এনসিপির খুলনার সংগঠক আহমদ হামিম রাহাত বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে।” তিনি জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন বলেন, “ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচিতে বিক্ষোভে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়