ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরের ইসমাইল হত্যার আসামি রাজশাহীতে গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১৩ মে ২০২৫  
ফরিদপুরের ইসমাইল হত্যার আসামি রাজশাহীতে গ্রেপ্তার

গ্রেপ্তার ইসমাইল বেপারী

ফরিদপুরের ভাঙ্গায় কিশোর ইয়াসিন খালাসী (১৬) হত্যা মামলার এক আসামিকে রাজশাহীতে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইসমাইল বেপারী (১৮)। ভাঙ্গার মিয়াপাড়া গ্রামে তার বাড়ি। 

মঙ্গলবার (১৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, গত ১০ মে রাতে ভাঙ্গায় ওয়ার্কশপের শ্রমিক ইয়াসিন খালাসীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একটি কিশোর গ্যাং। এই ঘটনার পর থেকেই জড়িতরা আত্মগোপন করেছিল।

আরো পড়ুন:

এর আগে গতকাল সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আসামিদের গ্রেপ্তারে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। অন্যতম অভিযুক্ত ইসমাইল বেপারী রাজশাহী পালিয়ে এসেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কেয়া/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়