ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষতিগ্রস্ত শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৬ মে ২০২৫   আপডেট: ১৭:২৩, ১৬ মে ২০২৫
ক্ষতিগ্রস্ত শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আগুনে পুড়ে যাওয়া মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার শুক্রবার দুপুরে পরিদর্শনে যান

আগুনে পুড়ে যাওয়া মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার পরিদর্শন করেছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১৬ মে) দুপুরে তিনি সেখানে যান। এ সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া দোকান ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকান। তিন ঘণ্টা চেষ্টার পর শুক্রবার (১৬ মে) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরো পড়ুন:

আরো পড়ুন: শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

আদিলুর রহমান খান বলেন, “এটি একটি প্রাচীন বাজার। পুরনো হওয়ার কারণে বাজারের রাস্তাঘাট খুবই সরু এবং অপ্রতুল। আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী বাজারের রাস্তা প্রসস্ত করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, “অগ্নিকাণ্ড যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার। দ্রুতই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।” 

এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়