ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৬ মে ২০২৫  
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই 

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক দোকান। এরমধ্যে কাপড়, মুদিখানা ও মুরগির দোকান রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড়ের ও মুরগির দোকানের তিনটি গলিতে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ  করেছে। টানা তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।

ঢাকা/রতন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়