গলায় ইট-বালুর বস্তা বাঁধা মরদেহ ভাসছিল নদীতে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে গলায় ইট ও বালুর বস্তা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার তর্তিপুর শ্মশান ঘাটের কাছ থেকে মরদেহটি উদ্ধার হয়।
পুলিশের ধারণা, প্রায় ৪০ বছর বয়সী ওই বক্তিকে হত্যার পর মরদেহ গুমের জন্য গলায় ইট ও বালুর বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাগলা নদীর তর্তিপুর শ্মশান ঘাটের কাছাকাছি একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পুলিশ এসে মরদেহটি নদী থেকে উদ্ধার করে। মরদেহের গলায় ইট ও বালুর বস্তা বাঁধা ছিল।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “নদীতে মরদেহ ভাসছে স্থানীয়দের থেকে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরো বলেন, “মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা ধারণা করছি, হত্যার পর মরদেহটি গুম করতে গলায় ইট ও বালুর বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/মেহেদী/মাসুদ