ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১৬ মে ২০২৫   আপডেট: ১৯:১৭, ১৬ মে ২০২৫
কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে

ফাইল ফটো

কুষ্টিয়ার কুমারখালীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৬ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত পল্লী চিকিৎসক জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের মৃত বাদশা শাহের ছেলে বারিক শাহ (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্ত্রীর অসুস্থতার অজুহাতে প্রতিবেশী এক মাদ্রাসার শিক্ষার্থীকে বাড়িতে ডেকে আনেন বারিক। পরে কলার সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই শিক্ষার্থীকে খেতে দেন তিনি। খাওয়ার পরে শিক্ষার্থী জ্ঞান হারালে তাকে ধর্ষণ করেন বারিক।

আরো পড়ুন:

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘‘মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়