ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মানবিক করিডোর খোলার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২২ মে ২০২৫   আপডেট: ২০:০৪, ২২ মে ২০২৫
‘মানবিক করিডোর খোলার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘‘মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর খোলার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই, এ নিয়ে সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’’

বৃহস্পতিবার (২২ মে) কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আবুল কালাম বলেন, “মফস্বল সাংবাদিকরা সীমান্ত, মাদক, রোহিঙ্গা, মানবপাচারসহ নানা চ্যালেঞ্জের মধ্যে কাজ করেন। সীমান্ত সাংবাদিকতার ক্ষেত্রে তাদের সাহস ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কক্সবাজার প্রেস ক্লাবের আয়োজনে ও এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় এ কর্মশালার উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন ফ্রেন্ডশিপের হেড অব কমিউনিকেশন তানজিলা শারমিন, কক্সবাজার পিবিআইয়ের পুলিশ সুপার মতিউর রহমান, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন প্রমুখ।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ, সীমান্ত সাংবাদিকতা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে আলোচনা করা হয়। এতে জেলায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়