‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার ফান টাউন মিলনায়তনে জামায়াতের মহানগর ইউনিট সভাপতি সম্মেলনে রবিবার বিকেলে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
রবিবার (২৫ মে) বিকেলে কুমিল্লা নগরীর ফান টাউন মিলনায়তনে জামায়াতের মহানগর ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটিএম মাছুম বলেন, “একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আবারো আগস্ট-পূর্ব অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। দেশের মানুষ শান্তি চায়, আমরা চাই একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন।”
তিনি আরো বলেন, “আমরা দুইটি রোডম্যাপ চেয়েছি, এর একটি নির্বাচনের এবং অন্যটি সংস্কারের। এরপরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। সম্মেলন পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. মোছলেহ উদ্দিনসহ অন্যরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিল সদস্য মোশারফ হোসেন, নাছির আহম্মেদ মোল্লা, মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হাসান ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেনসহ অনেকে।
ঢাকা/রুবেল/মাসুদ