ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৮ মে ২০২৫  
খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

খুলনায় মাদক মামলায় মমিনুর রহমান (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমী আহমেদ এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত মমিনুর যশোর জেলার পালবাড়ি মূর্তির মোড়ের বাসিন্দা মো. শাহজাহান আলীর ছেলে। আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ মে ৩০ বোতল ফেনসিডিলসহ মমিনুরকে আটক করে পুলিশ। এ ঘটনায় খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে একটি মামলা করেন। একই বছরের ৩১ জুলাই মমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়