শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) ভোররাত ৩টার দিকে উপজেলার বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাতকুচি এলাকায় বন্যহাতির দল হানা দেয়। এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হই-হুল্লোড় করে হাতির দলকে বাতকুচি জঙ্গলের দিকে ফিরিয়ে দেয়। রাত ৩টার দিকে হাতির দল ফের বাতকুচি গ্রামে চলে আসে। এসময় ছুরতন নেছার ঘরে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
এর আগে, গত ২০ মে জেলার ঝিনাইগাতী উপজেলায় হাতির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে।
ঢাকা/তারিকুল/রাজীব