ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ল কৃষকের ফসল, ক্ষতিপূরণ দাবি

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৩১ মে ২০২৫   আপডেট: ১৬:৫৪, ৩১ মে ২০২৫
ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ল কৃষকের ফসল, ক্ষতিপূরণ দাবি

ঝিনাইদহের মহেশপুরে ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় (কার্বন মনোক্সাইড) কৃষকের প্রায় ৫০০ বিঘা জমির ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ‘স্টোন ব্রিক্স’ নামের ওই ইটভাটা কর্তৃপক্ষ নিয়মনীতির তোয়াক্কা না করে দিনের পর দিন কালো ধোঁয়া ছাড়ছিল। প্রশাসনের নাকের ডগায় বসে এসব করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটা উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন:

আব্দুল আলিম নামের এক চাষি বলেন, ‘‘ঋণ নিয়ে প্রায় ১০ বিঘা জমিতে আবাদ করেছিলাম। শনিবার মাঠে এসে দেখি, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় সব নষ্ট হয়ে গেছে। এখন পথে বসা ছাড়া উপায় নেই।’’

শরিফুল ইসলাম নামের আরেক কৃষক বলেন, ‘‘ইটভাটার কালো ধোঁয়ায় ২০০ কৃষকের প্রায় ৫০০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষিরা আবাদ করেছিলেন। এখন দুশ্চিন্তায় পড়েছেন তারা।’’

এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়