কুষ্টিয়া সীমান্ত দিয়ে আরো ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে আরো ৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের ঠেলে পাঠায় বিএসএফ।
শনিবার সকালে স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি তাদের নিজেদের হেফাজতে নিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করে।
বিজিবি-৪৭ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতদের মধ্যে চার পুরুষ, দুই নারী, দুই কিশোরী ও এক ছেলে শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। প্রায় চার বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দিল্লীর একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হলে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ‘‘কোনো বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে হলে তা যৌথ বৈঠকের মাধ্যমে আইনগত প্রক্রিয়া মেনে করতে হয়। কিন্তু, বিএসএফ তা না করে ঠেলে দিয়েছে; যা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের শামিল।’’
গত কিছু দিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।
ঢাকা/কাঞ্চন/রাজীব