মাগুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরা সদর উপজেলার আবালপুর এলাকায় যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার (১ জুন) বিকেলে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।
নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বকুল মোল্লার ছেলে সাজিম মোল্লা, লালমিয়ার ছেলে রবিন ও শালিখা ইউনিয়নের বজদুর্বা গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা একজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ সিদ্ধার্থ মজুমদার জানান, বিকালে মাগুরা শহর থেকে প্রাইভেট পড়ে তিন বন্ধু একই মোটরসাইকেলে ঝিনাইদহ সড়কের ইছাখানা এলাকার দিকে যাচ্ছিলেন। আবালপুর এলাকায় গেলে বিপরীতদিক থেকে আসা দ্রুতি পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হয়েছে।
নিহতদের লাশ মাগুরা সদর হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
মাগুরা/শাহীন/বকুল