ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাইড শেয়ারের যাত্রীকে ধর্ষণ, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২ জুন ২০২৫  
রাইড শেয়ারের যাত্রীকে ধর্ষণ, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নির্দিষ্ট গন্তব্যে না নিয়ে নরসিংদীর একটি নির্জন স্থানে নিয়ে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহপরান নামে রাইড শেয়ারের এক মোটরসাইকেলচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। 

শনিবার (৩১ মে) মধ্যরাতে শাহপরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে তিনি ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

শাহপরানের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী দক্ষিণ পাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল আলী।  

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, গত ২৮ মে বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকার শ্যামলীতে যাওয়ার জন্য মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে উঠেন এক সন্তানের জননী ভুক্তভোগী ওই নারী। রাত সোয়া ৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন রাইড শেয়ার চালক মো. শাহপরান। এ সময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে পলাশ থানা পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এ ঘটনায় ২৯ মে ওই নারী বাদী হয়ে শাহপরানকে প্রধান আসামি করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত অপর দুই ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেন।

ঢাকা/হৃদয়/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়