ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নগরকান্দায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৪

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৩ জুন ২০২৫  
নগরকান্দায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৪

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে চাঁদাবাজি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২ জুন) দিবাগত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন:

নগরকান্দা থানার ওসি আমিরুল ইসলাম বলেন, “চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।”

কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ইউপি সদস্য রাজু মোল্ল্যা জানান, ইউনিয়ন উন্নয়ন প্রকল্প থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন হায়দার। চাঁদা দিতে রাজি না হলে গত ১ জুন তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন। পরে যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযানের সময় স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে ফরহাদ হোসেন ‘বাড়িতে ডাকাত পড়েছে’ বলে গুজব ছড়ান। এসময় আশপাশের এলাকা থেকে মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ সাইরেন ও মাইকিংয়ের মাধ্যমে জানায়- এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে এলাকাবাসীর সহায়তায় ফরহাদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে হায়দারকেও নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি আমিরুল ইসলাম বলেন, “রাজু মোল্লা নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে চারজনকে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়