ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফের পাহাড়ি সড়ক থেকে ৫ জনকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৩ জুন ২০২৫  
টেকনাফের পাহাড়ি সড়ক থেকে ৫ জনকে অপহরণ

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশার চালক ও চার রোহিঙ্গাকে অপহরণ করেছে ডাকাত দল।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়ায় যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়।

আরো পড়ুন:

বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, “ঘটনাস্থল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একজন চালক ও চারজন রোহিঙ্গাকে অপহরণের বিষয়টি আমরা জেনেছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।”

অপহৃত সিএনজি চালিত অটোরিকশা চালকের নাম শামসু আলম (৩৫)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকার মৃত নুর আহমেদের ছেলে। অপহৃত রোহিঙ্গাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দৈংগ্যাকাটা এলাকার ব্যবসায়ী শামসুদ্দিন বলেন, ‍“ওই এলাকায় বসবাসকারী লোকজনকে বলতে শুনেছি, হোয়াইক্যং-শামলাপুর সড়কে সশস্ত্র ডাকাতদল সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে। তারা চালক ও যাত্রীদের অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। অপহৃত রোহিঙ্গারা মাছ কিনতে বাহারছড়া যাচ্ছিলেন।”

চলতি বছরের ২২ মে একই সড়কে পাঁচজনকে অপহরণ করেছিল ডাকাতচক্র। পরে তারা ফিরে আসেন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়