ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ২৩ মামলার আসামি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৩ জুন ২০২৫  
কক্সবাজারে ২৩ মামলার আসামি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

নুরুল আবছার

কক্সবাজার শহরে ২৩ মামলার আসামি ও সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরুল আবছার ওরফে আবছারকে (২৯)‌ একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ জুন) বিকেলে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি দল। 

ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল আবছার কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা মোহাম্মদ রশিদ ওরফে রশিদ ড্রাইভারের ছেলে।

র‌্যাব জানিয়েছে, নুরুল আবছার নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করছিল। তার বিরুদ্ধে ২৩টির বেশি মামলা আছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

আ ম ফারুক বলেছেন, “নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নূরুল আবছারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ছোরা এবং দুটি ব্ল্যাংক চেক জব্দ করা হয়েছে।”

নূরুল আবছারের বিরুদ্ধে অস্ত্র আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের ওই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়