ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মামলায় আসামি দেড় হাজার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ৪ জুন ২০২৫   আপডেট: ২২:৪৫, ৪ জুন ২০২৫
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মামলায় আসামি দেড় হাজার

আটক ২৩ শ্রমিককে আসামি দেখিয়ে বুধবার আদালতে তোলা হয়।

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক ও পুলিশ সংঘর্ষে পুলিশের ওপর হামলার ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২৩ শ্রমিককে আটক করা হয়েছে।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।  

আরো পড়ুন:

মঙ্গলবার (৩ জুন) রাতে গাজীপুর শিল্প পুলিশের (শ্রীপুর জোন) উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আটক ২৩ শ্রমিককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের (শ্রীপুর জোন) ইন্সপেক্টর আবদুল লতিফ বলেন, সোমবার (২ জুন) সন্ধ্যায় শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নয়নপুর (নতুন বাজার) এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়েন শ্রমিক জাকির হোসেন (২৭)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে।

শ্রমিক নিহতের জেরে পরদিন মঙ্গলবার (৩ জুন) কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে শ্রমিকেরা কারখানা ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের শান্ত থাকার জন্য বলে। এসময় উত্তেজিত শ্রমিকেরা কারখানার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের এপিসি কার (আর্মর্ড পার্সোনেল ক্যারিয়ার) ভাঙচুর করেন। এক পর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ শ্রমিকদের কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয়।

শ্রমিকেরা অভিযোগ করেন, জাকির হোসেন ছুটি চেয়েছিলেন। ছুটি না দিয়ে এক কর্মকর্তা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে সে অপমানিত হয়ে ৮তলা ভবনের ওই কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

ঢাকা/রফিক/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়