ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীর ফ্লাইওভারে ২ বাসের সংঘর্ষ আহত ২৫ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৫ জুন ২০২৫   আপডেট: ১৬:২১, ৫ জুন ২০২৫
টঙ্গীর ফ্লাইওভারে ২ বাসের সংঘর্ষ আহত ২৫ 

গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারে ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের ওপর দুইটি যাত্রীবাহী বাসের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুইটি দুমড়েমুচড়ে যায়। দুই বাসের চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পাঠানো হয়। 

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবীবুর রহমান বলেন, “দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়