ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের কেনাকাটায় বেরিয়ে প্রাণ গেল মা-বাবা ও ছেলের

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৫ জুন ২০২৫   আপডেট: ১৯:০১, ৫ জুন ২০২৫
ঈদের কেনাকাটায় বেরিয়ে প্রাণ গেল মা-বাবা ও ছেলের

স্বজনদের আহাজারি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-বাবা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটই বাজারের আশাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা হোসেন (৩৮), তার স্ত্রী সেলিনা খাতুন ও ছেলে মাহিন হোসেন (৮)।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন মোস্তফা হোসেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজন তোজাম্মেল হক তোজাম বলেন, ‘‘ঈদের কেনাকাটার উদ্দেশে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন গোলাম মোস্তফা। কিন্তু, পথে দুর্ঘটনায় সব শেষ।’’

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘‘ট্রাকচাপায় নিহত তিন জনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’’

আরো পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়