ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর ঈদের নামাজে যাওয়া হবে না বাবা-ছেলের

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৭ জুন ২০২৫   আপডেট: ১২:৪৪, ৭ জুন ২০২৫
আর ঈদের নামাজে যাওয়া হবে না বাবা-ছেলের

বগুড়ার শাজাহানপুরে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) সকালে উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ঘটনাটি ঘটে। তারা ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছিলেন।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম এতথ্য জানান।

আরো পড়ুন:

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার ছেলে আব্দুল্লাহ (৪)।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, “ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। তারা নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার লাফিয়ে পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি গাড়ি বাবা-ছেলেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।” 

তিনি বলেন, মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”  

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়