ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

ঈদের রাতে ঝিনাইদহের সড়কে ঝরল কিশোরের প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ৮ জুন ২০২৫   আপডেট: ০৯:১৫, ৮ জুন ২০২৫
ঈদের রাতে ঝিনাইদহের সড়কে ঝরল কিশোরের প্রাণ

গতকাল সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হয়েছে। পরিবার-স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ছিল পুরো দেশ। এরই মধ্যে ঝিনাইদহের শৈলকূপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ছয়জন।

শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া তামিম হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

আহতরা হলেন- হরিনাকুন্ডু উপজেলা পুরাহাটি গ্রামের আহাতাব মন্ডলের ছেলে মারুফ (১৫), লাভলু মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২৪) ও একই গ্রামের রিংকু (১৮), জাহিদুল ইসলামের ছেলে সাগর (১৫) ও শুকুর আলীর ছেলে গিয়াসউদ্দিন (১৬)। 

আরো পড়ুন:

রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে তিনজন এবং অপর মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। যাদবপুর গ্রামে পৌঁছলে মোটরসাইকেল দুইটির সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তামিম হোসেন মারা যান।

তিনি আরো জানান, আহতদের ঝিনাইদহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়