ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৮ জুন ২০২৫   আপডেট: ১৯:৫৫, ৮ জুন ২০২৫
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার

চাঁদপুরের মতলবে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মতলব উত্তরের ফতেপুর গ্রামের মৃত রানা চৌধুরী ছেলে তপন চৌধুরী ও অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

আরো পড়ুন:

সিদ্দিকুরের বাড়ি মতলব উত্তরের ছোট হলদিয়ার উদমদী গ্রামে। সেখানে তার একটি টিনশেড ঘর রয়েছে। তার দুই ছেলে ও দুই মেয়ে ছিল। এর মধ্যে, ছোট ছেলে পানিতে ডুবে ও বড় ছেলে বিদ্যুৎস্পর্শে কয়েক বছর আগে মারা গেছে।

সিদ্দিকের স্ত্রী জেসমিন বলেন, ‘‘দুই ছেলে আগেই মারা গেছে। বড় মেয়েটাও প্রতিবন্ধী, ছোট মেয়েরও শারীরিক জড়তা রয়েছে। আমার স্বামী অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’’

সিদ্দিকের নিকটাত্মীয় আনিসুর রহমান বলেন, ‘‘জৈনপুর পরিবহনের একটি বাস বাবুরহাট থেকে বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় খালুর (সিদ্দিক) অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তপন চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন খালুসহ অটোরিকশার দুই যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালুকে মৃত ঘোষণা করেন। আর আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন।’’

চাঁদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘‘অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকের মৃত্যু হয়েছে। এছাড়া রুমা ও মোস্তফা নামের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছি।’’

চাঁদপুর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়