ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটোরিকশা, নারী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৯ জুন ২০২৫  
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটোরিকশা, নারী নিহত

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার দুই সন্তান। ঘটনার পরপরই  অটোরিকশাটির চালক পালিয়ে যান।

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কাতিয়ারচর বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া নারীর নাম জয়নব বেগম (৩০)। তিনি নেত্রকোণা সদর উপজেলার বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী মোফাজ্জল হোসেন জানান, নরসিংদীতে সবজির ব্যাবসা করেন তিনি। ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। চালক ঘুম চোখে অটোরিকশাটি চালাচ্ছিলেন।

কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর বেইলী ব্রিজ এলাকায় পৌঁছলে চালক অটোরিকশাটির নিয়ন্ত্রণ হারান। ফলে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই তার স্ত্রী জয়নব বেগম মারা যান। দুই সন্তান আহত হয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুমন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়