ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৯ জুন ২০২৫   আপডেট: ১৫:১৫, ৯ জুন ২০২৫
দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই: সারজিস

পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে সোমবার দুপুরে সংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

আরো পড়ুন:

সারজিস বলেন, ‍“যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়, নির্বাচনকালীন যে সংস্কার প্রয়োজন রয়েছে- বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের; এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তবে, তার আগে সংস্কারগুলো নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখেছি, নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার ব্যবহার, পেশি শক্তি অপব্যবহার করা হয়। আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল বা বড় দল হোক- সবাই সমান সুযোগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।” 

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, “ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি- এই ধরনের ঘটনাগুলো আমরা যেন বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি। অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকই পেশাদারিত্বের পরিচয় দিতে হবে- আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং এবং বিচার বিভাগের মাধ্যমে।” 

এ সময় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পাটির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন উপস্থিত ছিলেন ।

এর আগে, হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী মোড়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সারজিস।  

ঢাকা/নাঈম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়