নরসিংদীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীর শিবপুর উপজেলায় নিহত সাইফুল ও আশিক (ছবি : সংগৃহীত)
নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল (২৪) ও আশিক (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপু নামে আরও একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার বান্দারদিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং আশিক একই এলাকার বদরুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বান্দারদিয়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
ঢাকা/হৃদয়/টিপু