ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৩ যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১০ জুন ২০২৫   আপডেট: ১১:১৮, ১০ জুন ২০২৫
মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৩ যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় নিহত সাইফুল ও আশিক

নরসিংদীর শিবপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা গেছেন। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মির্জাকান্দি এলাকার সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) ও অপু মিয়া (২০)। তারা বন্ধু ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নরসিংদী শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন যুবক। মহাসড়কের বান্দারদিয়া এলাকায় একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনজনের মৃত্যু হয়। 

শিবপুর থানার ওসি আফজাল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/হৃদয়/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়