ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাছারি বাড়িতে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১১ জুন ২০২৫  
কাছারি বাড়িতে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। ফাইল ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন প্রত্বতত্ত্ব অধিদপ্তর। বুধবার (১১ জুন) বিকেলে কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।

আরো পড়ুন:

গত ৮ জুন প্রবাসী শাহনেওয়াজ নামের এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনা জানাজানি হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তারা গত ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একদল লোক কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, কবিগুরু বাড়িতে হামলা, ভাঙচুর ও স্টাফদের মারধরের ঘটনায় কাস্টোডিয়ান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ নাম না জানা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলাচ্ছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‍“সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কবিগুরুর কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। তারা কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমানকে বাদী করে মামলা দায়ের করেছেন।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়