ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার: বিসিবির ৩ সদস্যের তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ০৮:১৩, ৯ নভেম্বর ২০২৫
যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার: বিসিবির ৩ সদস্যের তদন্ত কমিটি

মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম

এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগ এনেছেন তিনি। 

জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কোন প্রতিকার পাননি। তার অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দিয়েছে বিসিবি। ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে বোর্ড। 

আরো পড়ুন:

দুদিন পর গতকাল রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি। তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য- বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।

আইসিসির সভায় যোগ দিয়ে গতকাল সন্ধ‌্যায় দেশে ফেরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সিদ্ধান্ত নেওয়ার পরেই ঘোষণা করা হয় কমিটি। 

জাহানারার অভিযোগ আমলে নিয়ে তার পাশে থাকার কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাহানারা আইনি ব‌্যবস্থা নিতে চাইলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়।

বাংলাদেশ নারী দলের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাহানারা। নারী ক্রিকেটারদের প্রথম সারির সেনানিদের একজন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। সেখানে ক্রিকেট খেলার পাশাপাশি লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন।

মঞ্জুকে ২০২০ সালের অক্টোবরে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক করা হয়। পরে টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া, বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন তিনি। এখন চায়নাতে অবস্থান করছেন। সেখানে চায়না জাতীয় নারী দলের কোচের ভূমিকায় কাজ করছেন।

যৌন নিপীড়নের অভিযোগের পর তোপের মুখে পড়েছেন মঞ্জু। নীরবতা ভেঙে তিনি জানিয়েছেন, বিসিবির তদন্ত কমিটির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হলে সেখানেও নিজের কথা বলতে চান জাতীয় দলের সাবেক এই পেসার।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়