ঢাকা ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, ট্রেন চলাচলে বিপর্যয়
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পয়েন্ট ম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ দুর্ঘটনার জেরে দুই দফায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ঢাকা–সিলেট–চট্টগ্রাম এবং ঢাকা–কিশোরগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা দীর্ঘ সময় চরম ভোগান্তিতে পড়েন।
রেলওয়ে সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রুটে প্রায় ৮ ঘণ্টা রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে।
পরে সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। বগিটি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষে প্রায় ৮ ঘণ্টা পর দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর আবারও নতুন করে বিপত্তি দেখা দেয়। ভৈরবে আটকে থাকা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ভৈরবের ২৯ নম্বর সেতুতে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ইঞ্জিন মেরামত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, ঢাকা মেইলের বগি লাইনচ্যুতির ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট পয়েন্ট ম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, বর্তমানে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার সময় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঢাকা/রুমন/জান্নাত