কাপ্তাই থানা থেকে আসামির পলায়ন
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাঙামাটির কাপ্তাই থানা থেকে চুরির মামলার এক আসামি পালিয়ে গেছেন। বুধবার (১১ জুন) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ।
পালিয়ে যাওয়া ওই আসামির নাম সাগর।
ওসি (তদন্ত) অলি উল্লাহ বলেন, “বুধবার ভোরে সাগরকে আমরা কাপ্তাই নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় আনি। তার বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে। সকাল ৯টার দিকে থানা থেকে কৌশলে পালিয়ে যান তিনি। তাকে ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।”
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, “চুরির মালামালসহ আসামিকে গ্রেপ্তার করেছিলাম আমরা। আমাদের পুলিশ সদস্যদের অবহেলায় আসামি থানা থেকে কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ‘আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।”
ঢাকা/শংকর/মাসুদ