ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

নড়াইলে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১২ জুন ২০২৫  
নড়াইলে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

ফাইল ফটো

নড়াইলের নড়াগাতিতে বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালক।  

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ২টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়ারা হলেন নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়া গ্রামের জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, মামুন ও তার স্ত্রী মর্জিনা ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী একটি ট্রলি ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলের মামুন ও মর্জিনা মারা যান। আহত হন ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫)। 

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যান। ট্রলিটি জব্দ করা হয়েছে। মরদেহ দুইটি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়