ব্রাহ্মণবাড়িয়ার পুকুরে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া গ্রামে মারা যায় তারা।
মারা যাওয়া শিশুরা হলো- বিহাইর পশ্চিমপাড়া গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে আড়াই বছর বয়সী মরিয়ম আক্তার ও একই উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে আড়াই বছর বয়সী সাহিদা আক্তার। শিশু শাহিদা আক্তার তার নানা বাড়ি বেড়াতে এসেছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, উঠানে খেলা করছিল দুই শিশু। এক পর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়।
তিনি আরো জানান, অভিযোগ না থাকায় মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ