স্বামীর সঙ্গে এটাই শেষ সফর ছিল আছিয়ার
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাস দুর্ঘটনায় প্রাণ হারান আছিয়া
নরসিংদীর শিবপুরে বাস ও যাত্রীবাহী অটো বাইকের মুখোমুখি ধাক্কায় আছিয়া নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার স্বামী অটো বাইক চালক আক্তার হোসেন।
শুক্রবার (১৩ জুন) সকাল সোয়া ৮টার দিকে শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া আক্তার (৪০) মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের বাসিন্দা। তার স্বামী আক্তার হোসেন পেশায় অটোচালক। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আছিয়া আক্তার ও তার স্বামী মনোহরদী ঘুরতে যাচ্ছিলেন। তারা যাত্রী হিসেবে বিভাটেকে (অটো বাইক) উঠেছিলেন। অপরদিকে ঢাকামুখী ছিল অনন্যা সুপার পরিবহনের একটি বাস। শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে যান দুটির মুখোমুখি ধাক্কা লাগে।
এতে বিভাটেকে থাকা আছিয়া আক্তার ছিটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পাশে থাকা স্বামী আক্তার হোসেনও গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও বিভাটেক জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “পুলিশ তদন্ত করছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/হৃদয়/এস