ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

দিনাজপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৩ জুন ২০২৫   আপডেট: ১৭:৪৪, ১৩ জুন ২০২৫
দিনাজপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) উপজেলার ভাদুরিয়া সড়কের ডোমপাড়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মালারপাড়া গ্রামের তারথিউস বেসরার ছেলে রণজিৎ (২২) ও হেয়াতপুর গ্রামের মৃত বুগুই টুডুর ছেলে সুমন টুডু (২২)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ‘‘গত ৯ জুন রাতে এক কিশোরী নিজ বাড়ির বাইরে উঠানে অবস্থান করছিল। এসময় ওই কিশোরীর মুখ চেপে পার্শ্ববর্তী একটি আম বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’’

আরো পড়ুন:

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়