ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

আশরাফুল মাদারেস মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১৯ জুন ২০২৫  
আশরাফুল মাদারেস মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আজিজুল হক শেখ সাদী (বামে), শাহাদাৎ হোসেন মুন্না (ডানে)। ফাইল ফটো

‎মাদারীপুররের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা আশরাফুল মাদারেসের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ছাত্র পরিষদ গঠন করা হয়েছে।

এতে মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মুফতি আজিজুল হক শেখ সাদীকে সভাপতি ও শাহাদাৎ হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কাজী লোকমান হাকিম, মাস্টার হাবিবুর রহমান রতন, মাওলানা শাহ আলম তালুকদার, মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহফুজুল হাসান, মুফতি আব্দুল আলীম খান ও মাওলানা আব্দুল মালেক।

ঢাকা/বেলাল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়