ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

ভুল করে ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২২ জুন ২০২৫   আপডেট: ১৮:১৯, ২২ জুন ২০২৫
ভুল করে ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে চোরাচালানিদের ধরতে গিয়ে ভুল করে ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় সীমান্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফের কামান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তাকে ফেরত দেওয়া হয়।

ফেরত দেওয়া ওই বিজিবি সদস্যের নাম মতিউর রহমান। তিনি জোহরপুর বিওপিতে (বর্ডার আউটপোস্ট) ল্যান্স নায়েক পদে কর্মরত।

আরো পড়ুন:

বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে রউফ বলেন, ‘‘গত শুক্রবার দিবাগত রাতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি দল জোহরপুর সীমান্তে গরু চোরাচালানিদের ধরতে অভিযান চালায়। একপর্যায়ে চোরাচালানিদের ধাওয়া দিয়ে ভুল করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন মতিউর রহমান। বিষয়টি বিএসএফকে জানায় বিজিবি।’’

তিনি আরো বলেন, ‘‘শনিবার রাত সাড়ে ১০টায় সীমান্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মতিউর রহমানকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। মতিউর জানিয়েছেন, খাবার পরিবেশনসহ বিএসএফ সদস্যরা তার সঙ্গে সম্মানজনক আচরণ করেছেন।’’

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘‘শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শুরু হয়। রাত পৌনে ১০টার দিকে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দেয় তারা।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়