ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

টাঙ্গাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২২ জুন ২০২৫   আপডেট: ১৮:৩৬, ২২ জুন ২০২৫
টাঙ্গাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার হামিদপুর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জেমি (২০)। তিনি উপজেলার ঘড়িয়া পূর্ব পাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ঘাটাইল থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন জেমি। হামিদপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে জেমি সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়