ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে সদর হাসপাতালে দুদকের অভিযান

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৬:৩৩, ২৪ জুন ২০২৫
শরীয়তপুরে সদর হাসপাতালে দুদকের অভিযান

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শরীয়তপুর সদর হাসপাতালে দুদক অভিযান চালায়

শরীয়তপুর সদর হাসপাতালে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে চলাকালে এক রোগীর কাছে চিকিৎসকের চিকিৎসার জন্য টাকা দাবিসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, হাসপাতালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দালালদের দৌরাত্ম্য এবং নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ অভিযোগ উঠে। মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক এক রোগীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। পরে অভিযোগের সত্যতা পায় দুদক। একইসঙ্গে এক রোগীর কাছ থেকে ১ হাজার ৩০০ টাকার বিনিময়ে চিকিৎসাসেবা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এছাড়া হাসপাতালের রন্ধনশালায় রোগীদের জন্য বরাদ্দ মিনিকেটে চালের পরিবর্তে কমমূল্যের মোটা চাল ব্যবহারের সত্যতা পায় দুদক।

অনিয়মের উঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। 

দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এ সময় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া খাদ্যে নিম্নমানের চাল ব্যবহারের বিষয়টি গুরুতর। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
 

ঢাকা/আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়