খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
খাগড়াছড়িতে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণে মামলায় আমিনুল ইসলাম প্রকাশ আমিন (১৯) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আজিজুল হক মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন বিচারক। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ জুন বাড়ির পাশে বেঁধে রাখা ছাগল আনতে গেলে আমিন স্কুল ছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে পরদিন আমীনের বিরুদ্ধে ধর্ষণ এবং অপর দুইজনকে সহায়তাকারী উল্লেখ করে খাগড়াছড়ি থানায় মামলা করেন।
পুলিশ মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। প্রধান আসামির দোষ স্বীকারসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক মামলার রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “মামলা দায়েরের সময় মাইনর হিসেবে আসামির বিরুদ্ধে মামলা রুজু হলেও সাজার ক্ষেত্রে তা বিবেচনা করা হয়নি।”
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ঢাকা/রূপায়ন/মাসুদ