ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই আন্দোলনে শহীদ মেয়েদের হারিয়ে যেতে দেব না: উপদেষ্টা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৮:০৫, ৬ জুলাই ২০২৫
জুলাই আন্দোলনে শহীদ মেয়েদের হারিয়ে যেতে দেব না: উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “জুলাই আন্দোলনে যেসব নারী ও শিশুরা নিহত হয়েছে তাদের হারিয়ে যেতে দেব না। তাদের নিয়ে সংকলন করা হবে।”

রবিবার (৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সদর এলাকার নয়ামাটিতে গুলিতে নিহত শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধু সুমাইয়ার বাসায় সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

তিনি বলেন, “যারা শহীদ হয়েছে, তাদের যে পূর্ণ হক রাষ্ট্র নিশ্চিত করেছে, সেটা যেন তারা ঠিক মতো পায়, তা নিয়ে নারায়ণগঞ্জের ডিসি কাজ করছে। শহীদ এ নারীদের পরিবারগুলো কেমন আছে এবং তাদের সংকটগুলো কি, সেটা আমি জানতে চাই।”

তিনি আরো বলেন, “তার মন্ত্রণালয়ের অধিনে যতটুকু শক্তি ও রিসোর্স আছে, সেগুলো আমি শহীদ মেয়েটির পরিবারের জন্য কাজে লাগাতে পারি এবং তাদের পরিবারের পাশে থেকে একটু এগিয়ে দিতে পারি, সেটি নিয়ে কাজ করছি।”

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/অনিক/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়